বনায়নে ভূমিকা রাখায় সম্মাননা পেলেন গোলাম মইন উদ্দীন

দেশে বনায়নে অবদান রাখায় বালিপাড়া ফাউন্ডেশনের আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন।

সম্প্রতি রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত দশম বালিপাড়া ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস-২০২২ এ গোলাম মইন উদ্দীন এই  পুরস্কার গ্রহণ করেন।

১১ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হওয়া দশম ইস্টার্ন হিমালয়ান ন্যাচারনমিক্স ফোরামের অংশ হিসেবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী এমপি; ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর পরমাণু ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত শ্যাম শরণ এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য রাম মাধব। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে জমিতে গাছের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে গোলাম মইন উদ্দীন ১৯৮০ সালে বনায়ন কার্যক্রমের সূচনায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। জলবায়ু সংকট মোকাবেলাসহ স্থানীয় সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষরোপণ প্রকল্পের শুরু থেকেই তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। এ প্রকল্পের ৪২তম বছরেও তিনি একই উদ্দীপনায় কাজ করে চলেছেন। তার নেতৃত্বে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত দেশজুড়ে ২২টি জেলার বিভিন্ন সুবিধাভোগীদের বিনামূল্যে ১২ কোটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।