ইউল্যাবে ‘উইন্টার মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত

ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সের ছাত্র-শিক্ষকরা গত রবিবার (১৮ ডিসেম্বর) ‘উইন্টার মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানটি ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ই-স্পোর্টস প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেকআপ প্রতিযোগিতা ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল ফাইনাল পরীক্ষার আগে ইউল্যাবের ছাত্রছাত্রীদের পড়ালেখার চাপ থেকে একটু স্বস্তি দেওয়া। শিক্ষার্থীদের উৎফুল্ল করে তোলার জন্য মজার কিছু খেলাধুলা এবং প্রতিযোগিতার ব্যবস্থা ছিল সেখানে।

ইউল্যাবের এমএসজে বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এএফএম মনিরুজ্জামান শিপু, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক এবং জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রাইসা নওশিন মেকআপ প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব ঢাকা সাউথ ছিল এই অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক এবং গো-দেশি ছিল মেকআপ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক। পরে চিত্রকর্মগুলো বিক্রয় করে প্রাপ্ত টাকা ইউল্যাব সোশাল ওয়েলফেয়ার ক্লাবকে প্রদান করা হয়।