নগদ-এ কেনাকাটা করলে মিলবে বিপিএলের টিকিট

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রীড়াপ্রেমী মানুষের উৎসবকে আরও বাড়িয়ে দিতে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ দিচ্ছে বিপিএল টিকিট জেতার সুযোগ।

এই অফার উপভোগ করতে নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে সরাসরি স্টোরে গিয়ে বা নগদ সংশ্লিষ্ট কোনও মার্চেন্ট থেকে অনলাইনে ন্যূনতম দুই হাজার টাকা বা এর বেশি কেনাকাটা করতে হবে। এর পর গ্রাহককে ticket.nagad.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে নিজের টিকিট পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট নিশ্চিত করতে হবে।

যে গ্রাহক টিকিট নিশ্চিত করবেন, তিনি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নগদ বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে নগদ-এর বুথ থাকবে। একজন গ্রাহক এই পুরো ক্যাম্পেইন চলা অবস্থায় সর্বোচ্চ দুটি করে টিকিট জিততে পারবেন। আগামী ২৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

উল্লেখ, টিকিট অবশিষ্ট থাকা সাপেক্ষে তা বিতরণ করা হবে ক্যাম্পেইন এর শর্তানুসারে। টিকিট শেষ হয়ে গেলে আর এই ক্যাম্পেইন কার্যকর থাকবে না। টিকিটের মজুত থাকা সাপেক্ষে গ্রাহকেরা বিভিন্ন ক্যাটাগরির টিকিট পাবেন। যে টিকিট অবশিষ্ট থাকবে, তার ভেতর থেকেই বরাদ্দ করা হবে।

নগদ কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট শেষ হয়ে গেলে যেকোনও মুহূর্তে এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া কোনও প্রতারণা বা অন্যায় কাজ হচ্ছে বলে সন্দেহ হলে সেই টিকিট বিতরণ বন্ধ করে দিতে পারবে নগদ কর্তৃপক্ষ। এই ক্যাম্পেইনে পাওয়া টিকিট বিক্রয়যোগ্য নয়।

৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা পর্বের এবং দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর এবং ফাইনালের টিকিট পাওয়া যাবে এই ক্যাম্পেইনে।