ইউল্যাবে এমএসজে ওরিয়েন্টেশন স্প্রিং অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ কর্তৃক আয়োজিত হয় স্প্রিং ২০২৩ সেশনের নবীনবরণ অনুষ্ঠান। গত ২১ জানুয়ারি ইউল্যাবের রিসার্চ বিল্ডিংয়ে অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানের শুরুতে নবীনদের শুভেচ্ছা জানায় বিভাগের পুরাতন শিক্ষার্থীরা। এরপর এমএসজে বিভাগের প্রধান, ডক্টর জুড উইলিয়াম হেনিলো, নতুন ছাত্রছাত্রীদেরকে অভ্যর্থনা জানিয়ে বিভাগের শিক্ষা-কার্যক্রম, বিভিন্ন শিক্ষানবিশ ও আউটরিচ প্রোগ্রাম, কারিকুলাম ইন্টিগ্রেশন   সম্পর্কে কথা বলেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা শিক্ষকেরা আপনাদের কাজের মধ্য দিয়ে সফলতা পাই। আশা করি আপনারা আমাদের সফল হতে সহযোগিতা করবেন।"

এরপর বিভাগের শিক্ষক এবং এমএসজে বিভাগের অ্যাডমিন অফিসাররা একে একে নিজেদের বক্তব্য রাখেন। এরপর সিনিয়র লেকচারার নন্দিতা তাবাসসুম খান এমএসজে বিভাগের যাত্রা এবং বিভিন্ন অর্জন তুলে ধরেন।

সিনিয়র লেকচারার মুহাম্মদ আমিনুজ্জামান পোর্টফোলিও নিয়ে আলোচনা করেন। এরপর একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও স্ক্রিনিং করা হয়৷

নবীনদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখানোর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।