ইউল্যাবে হচ্ছে ‘বিজ উইজার্ডস’ ফেস্ট

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) শুরু হতে যাচ্ছে বিজ উইজার্ডস-২০২৩। এটি একটি জাতীয় আন্তকলেজ ম্যানেজমেন্ট ফেস্ট। ইউল্যাব বিজনেস ক্লাবের উদ্যেগে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে হবে এই আয়োজন। শনিবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই দিনব্যাপী এই ফেস্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিভাগে ব্যবস্থাপনা, বিপণন, উদ্যোক্তা ও অর্থায়নে জড়িত হওয়ার এবং প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থ ৬০ হাজার টাকা।

ইউল্যাব বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট এবং ইভেন্টের অন্যতম কনভিনার ইশতিয়াক আনোয়ার প্রতিযোগিতা সম্পর্কে বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারা দেশের সব কলেজ শিক্ষার্থীদের আন্তরিক স্বাগতম। ইউল্যাবের সুন্দর ক্যাম্পাসে এই দুই দিনের অবস্থানে আপনারা যাতে সেরা স্মৃতি তৈরি করতে পারেন তা নিশ্চিত করতেই কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমাদের বিজ উইজার্ডসের আয়োজক কমিটি।’

ইউল্যাব বিজনেস ক্লাবের একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট হলো ইউল্যাব বিজ উইজার্ডস।