ইউল্যাবে নতুন লাইব্রেরি উদ্বোধন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) নতুন লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি লাইব্রেরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. মালিহা মান্নান আহমেদ। সোমবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

উদ্বোধনকালে ড. মালিহা মান্নান আহমেদ বলেন, ‘এ লাইব্রেরির সমৃদ্ধ সংগ্রহ গবেষণা ও জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এটিকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সমৃদ্ধ লাইব্রেরি হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বলেন, ‘ইউল্যাবের নতুন লাইব্রেরি বড় পরিসরে করা হয়েছে, যেন শিক্ষার্থীরা পড়ালেখার সুন্দর পরিবেশ পায়।’ শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক এবং কর্মকর্তাদেরও নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে আরও ছিলেন– ইউল্যাবের রেজিস্ট্রার, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।