স্বাধীনতা দিবস উপলক্ষে ইউল্যাবে প্রদর্শনী ও আলোচনা সভা

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও স্থিরচিত্র প্রদর্শনী এবং একটি আলোচনার সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। এতে প্রধান বক্তা ছিলেন লেখক ও কলামিস্ট নাজনীন হক মিমি। শহীদ সার্জেন্ট জহুরুল হকের বোন সালমা হোসেনকে সঙ্গে নিয়ে নাজনীন হক বই ও স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। মক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভাটি পরিচালনা করেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক সামসাদ মর্তুজা।

অনুষ্ঠান শেষে অতিথির হাতে সম্মাননা পদক তুলে দিয়ে আয়োজন শেষ করেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আমিনা আহমেদ।

আয়োজনটিতে আরও ছিলেন ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদ ও বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।