‘গ্র্যান্ড ঈদ ফেস্ট’ ক্যাম্পেইন চালু করলো দারাজ

ঈদুল আজহা উপলক্ষে এবার ‘গ্র্যান্ড ঈদ ফেস্ট’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। গ্রাহকদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে আকর্ষণীয় সব অফার এবং ডিল নিয়ে হাজির হয়েছে এই ই-কমার্স প্রতিষ্ঠান। সোমবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় সব পণ্য পাবেন দারাজে। পণ্য কেনাকাটায় থাকছে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়, ৩০ হাজার হট ডিল এবং নির্দিষ্ট পণ্যতে বিনামূল্যে শিপিংসহ বিশেষ ফ্ল্যাশ সেল। এছাড়াও ডেলিভারি চার্জে ৫০ শতাংশ ডিসকাউন্ট রয়েছে।

এ বিষয়ে দারাজের চিফ মার্কেটিং অফিসার তালাত রহিম বলেন, ‘ঈদ আমাদের প্রাণের উৎসব। বরাবরই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে আমরা গ্রাহকদের কেনাকাটার সুবিধা মাথায় রেখে ক্যাম্পেইন সাজিয়ে থাকি। এবারও চেষ্টা করেছি আমাদের গ্র্যান্ড ঈদ ফেস্টের মাধ্যমে গ্রাহকদের একটি অসাধারণ অভিজ্ঞতা দিতে।’