ইউল্যাবে শিক্ষা ক্ষমতায়নের হাতিয়ার বিষয়ক সেমিনার

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষা ক্ষমতায়নের হাতিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুলাই ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যারয়ের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের (জিইডি) উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে মূল বক্তা ছিলেন মালালা ফান্ড বাংলাদশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশাররফ তানসনে।

ইউল্যাবের জিইডি বিভাগের প্রধান অধ্যাপক শাহনাজ হুসনে জাহান স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু করেন। তানসনে তার বক্তব্যে শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন প্রক্রিয়ার গুরুত্বরে পাশাপাশি নতুন তথ্য, জ্ঞান, নতুন দক্ষতা অর্জন এবং বভিন্নি ধরণের সম্পদের ওপর বৃহত্তর নিয়ন্ত্রণ অর্জনের লক্ষ্যে পদক্ষপে গ্রহণের বিষয়ে আলোচনা করেন।