ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই ফরমেশন সামার-২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউল্যাব প্রোভিসি অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো নতুন গ্রাজুয়েটদের অভিনন্দন জানান। তিনি তাদের হাতে সনদ তুলে দেন। প্রোভিসি তার বক্তব্যে শিক্ষার্থীদের পুরো শিক্ষা জীবনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে বলেন।
অনুষ্ঠানে সদ্য গ্রাজুয়েট শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।