শাপলা ট্যাক্স: ট্যাক্স ফাইলিংয়ের ভবিষ্যৎ

বাংলাদেশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ডিজিটাল যুগের দিকে এগিয়ে যাচ্ছে। রান্না করা খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব পণ্য, রাইড শেয়ারিং, মোবাইল ব্যাংকিং-এর মতো পরিসেবাগুলো সার্টফোনের কেবল কয়েকটি ট্যাপেই পাওয়া সম্ভব হচ্ছে। তাই ডিজিটাল এই সময়ে জটিল ট্যাক্স ফাইলিং প্রক্রিয়াটিও ডিজিটাল হওয়া ছিল সময়ের ব্যাপার।

ব্যস্ত জীবনে নানা কাজের ফাঁকে ট্যাক্স ফাইলিংয়ের মতো কাজের জন্য আলাদা করে সময় বের করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে একটি অনলাইন ট্যাক্স পোর্টাল আমাদের চমৎকার সহায়ক হতে পারে যা দেশের কর সংক্রান্ত সঠিক তথ্য সরবরাহ করবে, কর দাখিলের সময় বাঁচাবে এবং যথাসম্ভব ত্রুটিমুক্ত প্রক্রিয়ায় এই জটিল কাজটি আরও সহজসাধ্য করে তুলবে। যথাযথ দক্ষতার সঙ্গে কাজটি হচ্ছে কিনা তা নিশ্চিত করবে এই পোর্টাল।

তরুণ উদ্যোক্তা তানিম মর্তুজা কর দাখিলের ব্যাপারটি যেন আমাদের যাপিত জীবনের সঙ্গে সহজভাবে মিশে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে শাপলা ট্যাক্স (taxfile.shapla.io) নামের অনলাইন ট্যাক্স পোর্টাল চালু করেছেন। এটি নির্বিঘ্নে কর ব্যবস্থাপনাকে যে কারও জীবনের সঙ্গে সমন্বয় করছে। সুরক্ষিত এবং সহজে ব্যবহারযোগ্য এই পোর্টালটির মাধ্যমে যে কেউ পছন্দমতো অবস্থান থেকেই কর দাখিলের কাজটি সেরে ফেলতে পারবেন।

ডেস্কটপ ও মোবাইল উভয়ের মাধ্যমে যে কোনও জায়গা থেকে যে কোনও সময়ে ট্যাক্স রিটার্ন দাখিল শুরু, পর্যালোচনা এবং জমা দেওয়া যাবে। এই পোর্টালটি ট্যাক্স পরিশোধের ঝামেলা কমাবে। শাপলা এক্সপার্ট হিসেবে পরিচিত আইন পেশাজীবীদের এতে যুক্ত করেছে, যারা প্রতিটি আলাদা করদাতার জন্য আলাদা ধরনের সেবার ব্যবস্থা করছেন।

একটি অনলাইন ট্যাক্স পোর্টালের অন্যতম সুবিধা হলো, এটি ট্যাক্স ফাইলিংকে আগের তুলনায় আরও সুলভ করে তোলে। একজন তার নিজের সুবিধামতো সয়ে বাড়ি কিংবা অফিস থেকে কর দিতে পারেন। সরকারি অফিসের সময় সাপেক্ষ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আর যেতে হয় না। এছাড়াও অনলাইন ট্যাক্স পোর্টালটি প্রায়ই করদাতাদের কর সম্বন্ধীয় নানা বাধ্যবাধকতা সম্পর্কে আরও ভালোভাবে জানতে সহায়তা করে যা কিনা তাদের জন্য পরবর্তীতে কাজে দেয়।