স্তন ক্যানসারজয়ী নারীদের বিশেষ সংবর্ধনা দিলো মেঘনা গ্রুপ

স্তন ক্যানসার একটি প্রাণঘাতী রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, প্রতি বছর বাংলাদেশে সাত হাজার নারী, অর্থাৎ প্রতিদিন প্রায় ১৯ জন এ রোগে মারা যাচ্ছেন। শুধু সচেতনতাই পারে এই মৃত্যুহার কমিয়ে আনতে। বিশ্বব্যাপী প্রতি বছর অক্টোবর মাসকে ‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। মাসটির মূল প্রতিপাদ্য, স্তন ক্যানসার বিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করা। 

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফ্রেশ টিস্যু বেশ কয়েক বছর ধরেই এ রোগে সচেতনতা ও শনাক্তকরণে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৮ অক্টোবর) স্তন ক্যানসার জয়ী নারী এবং তাদের পাশে থাকা কেয়ার গিভারদের যৌথভাবে বিশেষ সংবর্ধনা দেয় ফ্রেশ টিস্যু এবং ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করা হয়। আয়োজনে সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ ক্যানসার সোসাইটি। মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে অদম্য মনোবল ও আত্মবিশ্বাসের গল্প শোনান ক্যানসার জয়ী নারীরা। যারা এ রোগের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করছেন, তাদের ধৈর্য ধরে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন। সেই সঙ্গে আপনজনদের সহানুভূতিশীল হয়ে রোগীদের পাশে থাকার আবেদন জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেঘনা গ্রুপের ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা, বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. কাজী মুশতাক হোসেন, এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন এবং জিএম (সেলস) মো. ইয়াছিন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্যানসারজয়ী নারীদের আপনজনেরা।