ডে কেয়ার সুবিধা চালু করলো ব্র্যাক ইউনিভার্সিটি

কর্মীবান্ধব পরিবেশ তৈরি করতে ডে কেয়ার সুবিধা চালু করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ‘আদর’ নামে এই ডে কেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের শিশুরা সার্বিক যত্ন পাবে। অফিস চলাকালীন সময়ে এই সেবা পাওয়া যাবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডার নতুন ক্যাম্পাসে এই ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়।

কর্মীবান্ধব পরিবেশ তৈরি এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য আনতে ডে কেয়ার সেন্টারের গুরুত্ব তুলে ধরে ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘এই ডে কেয়ার সেন্টার কর্মীদের নানাভাবে সহযোগিতা করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সম্মান ও সহমর্তিতার সংস্কৃতি গড়ে উঠবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন– ব্র্যাক ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্সের পরিচালক রিফাত সুলতানা, ডিরেক্টর অব অপারেশন্স সাজেদুল করিম, বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক আরশাদ এম চৌধুরী, ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারপারসন ফেরদৌস আজিম এবং ডিরেক্টর অব কমিউনিকেশন্স খায়রুল বাশারসহ অনেকেই।