ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কাদিরগঞ্জস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাসিক মেয়র। অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বিপিজেএ রাজশাহী শাখার নেতৃবৃন্দ। পরে বিপিজেএ রাজশাহী শাখার নেতৃবৃন্দসহ সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন রাসিক মেয়র।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাসিকের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহসভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দফতর সম্পাদক ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হক, কোষাধ্যক্ষ রিমন রহমান।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন ওয়েব রাজশাহী শাখার সভাপতি আনজুমান আর পারভিন লিপি, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, বিপিজেএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খান, আজীবন সদস্য আব্দুল জাবীদ অপু, সহসভাপতি শহীদুল ইসলাম দুখু, যুগ্ম-সম্পাদক শাহিন খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, সদস্য এ.এন.এম ফরিদ আক্তার পারগ, শরিফুল ইসলাম তোতা, কাবিল হোসেন, সোহগ আলী, সোহরাব হোসেন, আবু নুর মো. মুক্তার হোসেন, মোমিন ওয়াহিদ হিরো, শামিউল ইসলাম শামিম প্রমুখ।