সনি স্মার্টের ‘মাইন্ডব্লোইং ঈদ অফার’ চলছে

ঈদকে সামনে রেখে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড দেশের বাজারে এনেছে সনি-স্মার্টের অভূতপূর্ব অফার। এতে ‘অবিশ্বাস্য মূল্যে’ পণ্য বিক্রির কথা বলেছে কোম্পানিটি।

সোমবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আয়োজনের আওতায় রয়েছে ৩২ থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত সনি স্মার্ট সনি ব্রাভিয়া টিভি, সনির সর্বশেষ ব্র্যান্ডের এয়ারবাডস ও হেডফোন, সনি সাউন্ড সিস্টেম ও ৩২ থেকে ৬৫ ইঞ্চি পর্যন্ত স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। এছাড়াও স্মার্ট ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, ওয়াটার বোতল, আয়রন, রাইস কুকার, পাওয়ার ব্যাংক, কারাওকে থাকছে এক অফারেই।

সনি স্মার্টের https://sonysmart.com.bd  ওয়েবসাইট থেকে অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সনি স্মার্ট। সারা দেশে ২৪টি নিজস্ব শোরুম, ২০০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

সনি বিজনেস পার্টনারস কনফারেন্সে পুরস্কার নিচ্ছেন স্মার্টের প্রতিনিধি

জি-ফাইভ নীতির স্বীকৃতি পেলো স্মার্ট টেকনোলজিস

দেশের বাজারে ইলেকট্রনিকস পণ্যের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় নেওয়া জেনুইন ফাইভ (জি-ফাইভ) নীতির স্বীকৃতি পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত সনি বিজনেস পার্টনারস কনফারেন্সে (এসবিপিসি) স্মার্টের এই নীতিকে ‘বেস্ট প্র্যাক্টিস’ হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্য দেশের সনি ডিস্ট্রিবিউটরদের নিজ নিজ দেশে জি-ফাইভ নীতি বাস্তবায়নে উৎসাহিত করতে স্মার্ট টেকনোলজিস টিমকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ২ হাজার ডলারের একটি মোটিভেশনাল চেক দেওয়া হয়েছে।

আরএমডিসি, সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সনি-স্মার্টের চেয়ারম্যান মাজহারুল ইসলাম এবং বিপণন উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন– সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন, সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা প্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, সহ-মহাব্যবস্থাপক মো. জুবাঈর হোসেনসহ বিশ্বের বিভিন্ন দেশের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটররা।