ফিলিস্তিনিদের ৩৭ লাখ টাকা অনুদান দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-কর্মীরা

ফিলিস্তিনের জনগণের সহায়তায় ঈদের বোনাস থেকে ৩৭ লাখ টাকা অনুদান দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মীরা। বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে অনুদানের চেক হস্তান্তর এবং সংহতিপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘সামাজিক ন্যায়বিচার, সহানুভূতি এবং মানবাধিকার রক্ষায় নিবেদিত একটি প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি ফিলিস্তিনবাসীদের পাশে রয়েছে। বিশ্বের বেশিরভাগ মানুষই মনে করে ফিলিস্তিনে যেটা হচ্ছে তা মানববতাবিরোধী অপরাধ। স্বাধীনতা, আত্মমর্যাদা এবং শান্তিপূর্ণ জীবনের জন্য আমরা ফিলিস্তিনবাসীর লড়াইকে সমর্থন জানাই। তাদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের নিপীড়ন ও অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এর অবসান চাই।’

ব্র্যাক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানিয়ে ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ‘আপনি ফিলিস্তিনের জনগণের জন্য কত টাকা দান করেছেন, তার চেয়ে বড় বিষয় আপনি আমাদের সম্পর্কে ভেবেছেন। এর মাধ্যমে ফিলিস্তিনের জনগণ জানবে, তারা আর একা নয়। তাদের সাহায্য করার জন্য বিশ্বব্যাপী তাদের ভাই-বোনেরা রয়েছে।’