ঈদে সুবিধাবঞ্চিতদের পাশে মীনা বাজার

ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সুপার শপ ব্র্যান্ড মীনা বাজার। বুধবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদসামগ্রী তুলে দেয়া প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে মীনা বাজারের সিওও আহমেদ শোয়েব ইকবাল বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবারই যখন দুরবস্থা তখন মীনা বাজার নিজেদের লভ্যাংশ ছেড়ে ব্যবসার উদ্যোগ নেয়। তাই পুরো রমজান মাসে মীনা বাজার রমজানের প্রয়োজনীয় জিনিসগুলো সুলভমূল্যে ও সবচেয়ে সস্তায় বিক্রি করছে। তারই ধারাবাহিকতায় ঈদ উদযাপনে সুবিধাবঞ্চিতরা যাতে বাদ না পড়ে, সেই লক্ষ্যে মীনা বাজার এই উদ্যোগ নিয়েছে। সমাজের অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলো যদি তাদের অবস্থান থেকে সাধ্য অনুযায়ী এগিয়ে আসে, তাহলে এই ঈদে সব সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।’  

মীনা বাজার ভবিষ্যতেও এরকম মহৎ উদ্যোগ পরিচালনা করে যাবে বলে জানান তিনি।