আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

রাজধানীর আর কে মিশন রোডে বড় পরিসরে একটি শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। আর কে মিশন রোডের হোল্ডিং নম্বর ৩-এর লিলি পন্ড সেন্টারের প্রথম তলায় এ শাখার যাত্রা শুরু হয় গত ৩০ এপ্রিল। ওই দিন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন এই ব্রাঞ্চের উদ্বোধন করেন। শনিবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

অনুষ্ঠানে সেলিম আর এফ হোসেন বলেন, ‘বৃহত্তর ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নতুন নতুন এলাকায় আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানটির সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের আধুনিক ও সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে তাদের উন্নয়নের অংশীদার হবে ব্র্যাক ব্যাংক। মতিঝিল এলাকায় আমাদের বড় পরিসরে উপস্থিতি গ্রাহকদের জন্য সর্বাধুনিক অনলাইন ব্যাংকিং সলিউশনস নিশ্চিত করবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন– ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড এ কে এম তারেক ও তাহের হাসান আল মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।