ওয়ালটনের স্মার্ট ফ্রিজে যুক্ত হলো ‘এআই ডক্টর ফিচার’

ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের ইন্টারনেট অব থিংস (আইওটি) সমৃদ্ধ স্মার্ট ফ্রিজে যুক্ত হয়েছে এআই ডক্টর ফিচার। রবিবার (৯ জুন) রাজধানীর বসুবন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে এই ফিচার উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ফিচার গ্রাহকের ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরমেন্স, সেন্সরসহ অন্যান্য অংশে কোনও সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে নিজেই সমাধানের চেষ্টা করবে। তা না পারলে গ্রাহকের বাসার নিকটস্থ সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠাবে। নোটিফিকেশন পেয়ে কাস্টমার কেয়ার সার্ভিসের প্রতিনিধিরা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করবেন এবং বাসায় গিয়ে সমস্যা সমাধান দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে ওয়ালটনই প্রথম স্মার্ট ফ্রিজে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার সংযোজন করেছে।

এআই ডক্টর ফিচারের বিস্তারিত তুলে ধরে ওয়ালটন ফ্রিজ রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) বিভাগের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী বলেন, ‘এআই ডক্টর ফিচার ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের নিজস্ব উদ্ভাবন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেজড এই ফিচারটি ডেভলপ, ডাটা অ্যানাইলিস নিয়ে আমাদের আরঅ্যান্ডআই টিমের প্রকৌশলীরা প্রায় দুই বছর ধরে কাজ করেছে। আজ আনুষ্ঠানিকভাবে এইআই ডক্টর ফিচার উদ্বোধনের মধ্য দিয়ে তাদের সেই পরিশ্রম স্বার্থকতা পেলো।’

অনুষ্ঠানে জানানো হয়, যে সব গ্রাহক ইতোমধ্যে ওয়ালটনের আইওটি বেজড স্মার্ট ফ্রিজ ব্যবহার করছেন, তারাও ফ্রিজে এআই ডক্টরের সুবিধা পাবেন। তাদের ফ্রিজগুলো ইন্টারনেট সংযোগের আওতায় আসা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে এআই ডক্টর ফিচার আপডেট হয়ে যাবে। বর্তমানে ওয়ালটনের আইওটি বেজড পাঁচটি মডেলের স্মার্ট ফ্রিজ বাজারে পাওয়া যাচ্ছে। এই বছরের মধ্যে আরও ছয়টি নতুন মডেলের স্মার্ট ফ্রিজ বাজারে ছাড়া হবে।

অনুষ্ঠানে আরও ছিলেন– ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী প্রমুখ।