বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০২৩ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং ২০ শত্যাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন। এতে আরও অংশ নেন– কোম্পানির পরিচালক বিউটি আক্তার, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, মো. আলমগীর হোসেন খান, মনজুর মো. সাইফুল আজম, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াশিকুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা, তাসনিম বিনতে মোস্তফা, বেলায়েত হোসেন ভূঁইয়া, মোহাম্মদ সাইদ আহমেদ রাজা, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন, কোম্পানির অডিটর মেসার্স রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং চাটার্ড একাউন্টেন্টসের পরিচালক ইশরাত জেবিন প্রমুখ।