নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। দিবস উপলক্ষে শনিবার (২১ সেপ্টেম্বর) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) উদ্যোগে গোলটেবিল আলোচনা ছাড়াও র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিয়ে গোলটেবিল আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ আল মুদাসসীর চৌধুরী রাজনৈতিক উত্তরণ এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপের অভাবের কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিপ্লবে অংশ নেওয়া সাংস্কৃতিককর্মী প্রাপ্তি তাপসী বলেন, শান্তি একটি বিস্তৃত শব্দ। সর্বজনবিদিত শান্তি গড়ে তোলার জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোকে স্বীকার করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মকর্তারা দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে শান্তি, স্থায়িত্ব এবং কূটনীতির প্রতি তাদের আস্থার কথা তুলে ধরেন।

গোলটেবিল আলোচনার সমন্বয়ক ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সিপিএসের সমন্বয়ক আব্দুল ওহাব। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সভাপতিত্ব করেন।