খুলনার সোনাডাঙ্গায় অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা এক নারীকে চিকিৎসাসেবা দিয়েছে সুপারশপ ‘স্বপ্ন’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ২ জুলাই রাতে সোনাডাঙ্গা আউটলেটের সামনে তাসলিমা খাতুন (৫০) নামে ওই নারীকে আহত ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন দায়িত্বরত কর্মীরা। পরে তাকে খাবার ও পানি দেওয়া হয়। মাথায় গুরুতর আঘাত থাকায় ক্ষত স্থানে সংক্রমণের আশঙ্কা দেখা দেয়।
‘স্বপ্ন’র প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, বিষয়টি জানার পর কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।
‘স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘ওই নারীর মাথায় কে বা কারা আঘাত করলো, তা খুঁজে দেখা জরুরি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করবে।’
৪ জুলাই থেকে তাসলিমা খাতুন চিকিৎসা সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।