কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ

বাংলাদেশটেস্ট সিরিজে নিজেদের কন্ডিশন কাজে লাগাতে চায় বাংলাদেশ। মূলত ইংলিশদের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট বানিয়ে তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে স্বাগতিক বাংলাদেশ। রবিবার ঘোষিত স্কোয়াডে তাই স্পিনারদের ছড়াছড়ি। সাকিব-মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়েই আছে আরও চার স্পিনার।

বাংলাদেশ ওয়ানডে সিরিজে তিন জন পেসার নিয়ে খেললেও টেস্টে দেখা যেতে পারে একজন পেসার। অবশ্য স্কোয়াডে আছে দুই জন পেসার। সব মিলিয়ে টাইগাররা প্রস্তুত নিজেদের কন্ডিশনের সুবিধা পুরোপুরিভাবে কাজে লাগাতে।

সোমবার বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সাব্বির রহমান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ কতটা চ্যালেঞ্জের হবে জানতে চাইলে তিনি বলেছেন, ‘অবশ্যই ওরা অনেক ভালো দল। ওরা প্রচুর টেস্ট খেলে, সেই তুলনায় আমরা অনেক কম টেস্ট খেলার সুযোগ পাই। তারপরও আমাদের কন্ডিশনের চেয়ে ওদের কন্ডিশন অনেক আলাদা। আমরা চেষ্টা করবো আমাদের কন্ডিশনের সর্বোচ্চ ব্যবহার করার।’

পরশু সংবাদ মাধ্যমের কাছে আক্ষেপ করে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন ‘বাংলাদেশে দলে এমন কোনও বোলার নেই যারা ২০ উইকেট নিতে পারে’, স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন উঠার পর দলে কোনও নেতিবাচক প্রভাব পড়ছে কিনা জানতে চাইলে সাব্বির বলেছেন, ‘না আমার মনে হয় না নেতিবাচক বা ইতিবাচক কিছু এটা। ২০ উইকেট নেয়ার চেয়ে ভালো ক্রিকেট খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার।’

/আরআই/কেআর/