বছরটা বেয়ারস্টোর রাজত্বে

000_HE113ক্রিকেটের এই বছরটা বোধহয় নিজের রাজত্বই বানিয়ে ফেলেছেন ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। উইকেটকিপার হিসেবে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে গড়েছেন অনন্য কীর্তি। যেই টেস্টের তৃতীয় দিনে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে করেছেন এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক রানের রেকর্ড!

তবে এই রাজত্বটা এতোদিন নিজের করে রেখেছিলেন সাবেক জিম্বাবুয়ে তারকা অ্যান্ডি ফ্লাওয়ার (যেটি গড়েছিলেন ২০০০ সালে)। যার সংগ্রহ ছিল ১ হাজার ৪৫ রান। চট্টগ্রামে প্রথম টেস্টে ৪৭ রান করে তার সেই রাজত্বে হানা দিয়েছেন বেয়ারস্টো। তার সংগ্রহ এক পঞ্জিকা বর্ষে ১ হাজার ৯১ রান।

শুধু উইকেটকিপার হিসেবেই নয় আরেকটি কীর্তিও গড়েছেন ইংলিশ এই ক্রিকেটার। ৬ নম্বরে নামা ক্রিকেটার হিসেবে পঞ্জিকা বর্ষে হাজার রানের বেশি সংগ্রহ করেছেন। এর আগে ২০০২ সালে সর্বাধিক রান করেছিলেন ভিভিএস লক্ষ্ণণ। তার সংগ্রহ ছিল ৯৮৪ রান।

/এফআইআর/