১৫ বছর পর জিতলো ক্যামেরুন

_93973664_broos

 ১৫ বছরের আক্ষেপটা শ্বাসরুদ্ধকর ম্যাচ দিয়ে মেটালো ক্যামেরুন। ফাইনালে শেষ দিকে গোল করে মিশরকে ২-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো আফ্রিকান নেশনস কাপ ঘরে তুললো দেশটি।

ফাইনাল বলেই উত্তেজনার পারদ চড়েছিল এই ম্যাচে। নিজেদের শক্তিশালী রূপ প্রমাণ করতে ২২ মিনিটেই এগিয়ে যায় মিশর। স্কোর লাইন ১-০ করেন মিশরের মোহাম্মদ এলনেনি।

এই অর্ধে পাল্টা প্রতিরোধ দিতে পারেনি আন্ডারডগ ক্যামেরুন। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ক্যামেরুনকে সমতায় ফেরান এন কোলু। শেষ দিকে ৮৮ মিনিটে সবাইকে অবাক করে দিয়ে গোল করে ক্যামেরুনকে শিরোপা জয়ের উৎসবে ভাসান আবুবকর।

এই টুর্নামেন্টে জয় পেতে সবচেয়ে অভিজ্ঞ ও বয়স্ক খেলোয়াড় এল হাদারিকে অন্তর্ভুক্ত করেছিল মিশর। কিন্তু তাতেও ক্যামেরুনকে আটকাতে পারেনি শক্তিশালী দলটি।

এদিকে এই জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথম আফ্রিকান শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ক্যামেরুনের বেলজিয়ান কোচ ব্রুস। জয়ের পর তৃপ্তি নিয়ে বলেছেন, ‘আমি সত্যিই আনন্দিত। বিশেষ করে আমার দলের খেলোয়াড়দের প্রতি। তারা শুধু আমার দলের খেলোয়াড়ই নয়। তারা আমার বন্ধুও।’

/এফআইআর/