সাকিব যেখানে এক ও অনন্য

সাকিবই একমাত্র অলরাউন্ডার যিনি টেস্ট, ওয়ান-ডেও টি-২০ তিনটি ফরম্যাটেই একসাথে শীর্ষ র‌্যাংকিং অর্জন করেছেন

আইসিসির শীর্ষ র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড গড়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
এখন পর্যন্ত সাকিবই একমাত্র অলরাউন্ডার যিনি টেস্ট, ওয়ানডে ও টি-২০, তিন ফরম্যাটেই একসঙ্গে শীর্ষ র‌্যাংকিং অর্জন করেছেন। আর সাকিব এটি অর্জন করেছেন এক বা দুইবার নয়, তিনবার। যা আর কারও অর্জনে নেই।
সাকিব এ পর্যন্ত ওয়ানডেতে ৩২৪ সপ্তাহ, টেস্টে ১৬৪ সপ্তাহ ও টি-২০’তে ১০৫ সপ্তাহ বিশ্বের শীর্ষ র‌্যাংকিংয়ের অলরাউন্ডার ছিলেন। এর মধ্যে ৩২৪ সপ্তাহ ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হওয়াটা সাকিবের অনন্য এক রেকর্ড। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও শন পোলক ২০৩ ও ১৩৮ সপ্তাহ নিয়ে আছেন তার পেছনে।
বিশ্ব ক্রীড়াঙ্গনে একই বিভাগে শীর্ষ র‌্যাংকিং ৩১৬ সপ্তাহ ধরে রাখার রেকর্ড ছিল টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। কিন্তু সাকিবের মতো ৩২৪ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড নেই কারও।
টেস্টে ১৬৪ সপ্তাহ শীর্ষ অলরাউন্ডার থাকাটাও সাকিবের আরেক অনন্য অর্জন। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ১০২ সপ্তাহ ছিলেন শীর্ষস্থানে। সাকিব এক্ষেত্রে এগিয়ে গেছেন বহুদূর।

/আরএম/