জোকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল

_96042686_rexfeatures_8820328hসার্বিয়ান নোভাক জোকোভিচকে পেলেই কেমন জানি অস্বস্তিতে পড়ে যেতেন রাফায়েল নাদাল। তার বিপরীতে খেলতে নেমে গত তিন বছরেই যার প্রমাণ দিয়েছেন। হেরেছেন টানা সাত ম্যাচে! কিন্তু চারবার মাদ্রিদ ওপেন জেতা তারকার কাছে ছিল প্রেরণার রসদ। তাতেই তিন বছরের সেই বৃত্ত ভাঙলেন ক্লে কোর্টের রাজা।  জোকোভিচকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে পৌঁছেছেন নাদাল।

৩০ বছর বয়সী স্পেনিয়ার্ডের জয়টাও ছিল একপেশে। জয়ের ব্যবধান ছিল ৬-২, ৬-৪ গেমে। এর আগে ২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জোকোভিচকে হারিয়েছেন নাদাল। তাই এমন জয়ের পর তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারেন এই তারকা, ‘সত্যি অসাধারণ ম্যাচ। নোভাকের বিপক্ষে এমন স্কোরে জয় পেতে হলে ভালো খেলতে হবে। না হলে এটা সম্ভব না।’

অতীত পরিসংখ্যানটা যে এতদিন তাতিয়ে রেখেছিল সেটা নিজের মুখেই স্বীকার করেছেন নাদাল, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তার কারণ আমি অনেকগুলো ম্যাচ হেরেছি। আর সেই বৃত্ত ভাঙা মানে আসলেই নিজের মানসিক অবস্থাকে জয় করা।’

রবিবারের ফাইনালে অস্ট্রিয়ান ডিমিনিক থিয়েমের মুখোমুখি হবেন নাদাল। থিয়েম এর আগে উরুগুয়ের পাবলো কুয়েভাসকে হারিয়ে উঠেন ফাইনালে। 

/এফআইআর/