নিজেকে এখনও ‘কিংবদন্তি’ মানেন বোল্ট

নিজেকে এখনও ‘কিংবদন্তি’ মানেন বোল্ট১০০ মিটারে ক্যারিয়ারের শেষ দৌড়ে এসেও শেষটা রাঙাতে পারলেন না উসাইন বোল্ট। সর্বকালের সেরা দ্রুততম মানব বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এসেই শ্রেষ্ঠত্বের মুকুট হারিয়েছেন! গত ৯ বছর ধরে ১০০ মিটারে সবাইকে একের পর এক বিস্ময় উপহার দেওয়া বোল্ট হার মেনেছেন জাস্টিন গ্যাটলিনের কাছে। এরপরেও নিজেকে কিংবদন্তি হিসেবে দেখেন জ্যামাইকান এই স্প্রিন্টার, ‘আমি বিশ্বের কাছে নিজেকে এরই মধ্যে প্রমাণ করে দেখিয়েছি। আর সেটা হলো আমি কিংবদন্তিদের একজন। এরপরেও আমার মনে হয় না এর কোনও পরিবর্তন হবে।’

বোল্টের এমন আত্মতুষ্টিতে থাকার কারণ তো আছেই। অলিম্পিকে ৮টি আর বিশ্ব অ্যাথলেটিকসে ১১টি স্বর্ণ বিজয়ী এই তারকা অবিশ্বাস্য গতি দিয়ে অনেক দিন ধরে সম্মোহিত করে রেখেছেন ক্রীড়াপ্রেমীদের। ১০০, ২০০ মিটারের পাশাপাশি ৪x১০০ মিটার রিলের বিশ্ব রেকর্ডেও জড়িয়ে আছে তার নাম। আর এই আসরে শেষবারের মতো ৪x১০০ মিটার রিলেতে দৌড়েই বিদায় দেবেন ক্যারিয়ারকে। তাই নিজের বর্ণাঢ্য সেই ক্যারিয়ারের কথাই হারের পর তুলে ধরেন, ‘অ্যাথলেট হিসেবে আমি আমার কাজ করে দেখিয়েছি। খেলার মান ও মর্যাদা বাড়াতে সব কিছুই করেছি। তবে এটা সত্যিই হতাশার যে এত কষ্ট করে আসা এই ভক্তদের কিছু দিতে পারিনি।’

প্রতিযোগিতা শুরুর আগে নির্ভার থেকে দৌড় দেওয়ার কথা জানিয়েছিলেন বোল্ট। আর সেই গতিদানবই কিনা হার মেনেছেন চাপের কাছে! নিজের মুখেই বললেন সেসব, ‘আসলে আমি চাপ নিয়ে ফেলেছিলাম। ভাবছিলাম শুরুটা ঠিকমতো না হলে বিপদে পড়তে পারি। পরে পেছনে পড়ে গেছি। শেষ মুহূর্তে এটা যথেষ্ট ছিল না।’

/এফআইআর/