নিরাপদেই দক্ষিণ আফ্রিকা পৌঁছাল টাইগাররা

বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় নিরাপদেই পৌঁছেছে বাংলাদেশ দল। দুই ভাগে ভাগ হয়ে দেশ ছেড়েছিল টাইগাররা। ঢাকা থেকে দুবাই হয়ে বাংলাদেশ সময় সোমবার দুপুরে জোহানেসবার্গ পৌঁছায় তাসকিন-সাব্বিররা। এসময় বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে দলের প্রত্যেকেই নিরাপদ এবং সুস্থ রয়েছেন।

অবশ্য বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া তামিম ইকবাল দলের সঙ্গে যাননি। আজ কিংবা কালকের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

২০০৮ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশ দল। এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন মুশফিক-তামিমরা।

সফর শুরু হবে বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ২১ সেপ্টেম্বর। এরপর ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে। টেস্টের পর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ৩০ অক্টোবর বাংলাদেশ দল ফিরে আসবে।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি:

সেপ্টেম্বর ২১-২৩: তিন দিনের প্রস্তুতি ম্যাচ, বেনোনি

সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম

অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন

অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম।

/আরআই/এফআইআর/