প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ফিল্যান্ডার

প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ফিল্যান্ডার বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার। ইংল্যান্ড সিরিজে পাওয়া কোমরের চোটই ছিটকে দিয়েছে তাকে। বাংলাদেশ সিরিজে ছিটকে যাওয়াদের তালিকায় আরও আছেন অলরাউন্ডার ক্রিস মরিস। পুরো টেস্ট সিরিজেই তার থাকা হচ্ছে না। যদিও আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করা হবে প্রথম শ্রেণির উদ্বোধনী রাউন্ডের খেলা শেষে।

এই অবস্থায় টেস্ট সিরিজে ফিরতে পারেন পেসার লুঙ্গি এনগিদি। তবে ‘স্টেইন’ গানের আক্রমণ থেকে হয়তো মুক্তই থাকবে বাংলাদেশ শিবির। কারণ এখনও তার ফেরা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। বলা হচ্ছে, নভেম্বরে হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগেই হয়তো ফিরবেন প্রোটিয়াদের এই তারকা পেসার।

ফলে প্রোটিয়াদের হয়ে পেস আক্রমণে থাকতে পারেন মরনে মরকেল, কাগিসো রাবাদা ও ডুয়েন অলিভিয়ের। সঙ্গে থাকতে পারেন ওয়েইন পারনেল, আন্দিলে ফেলুকায়ো ও বিউরান হ্যানড্রিকস। দলের পেস আক্রমণ নিয়ে টিম ম্যানেজার ও দলীয় চিকিৎসক মোহাম্মদ মুসাজে জানান, ‘পেস বোলিং নিয়ে আমরা একটু চ্যালেঞ্জের মুখেই আছি। ফিল্যান্ডার ইংল্যান্ড সিরিজে যেই চোট পেয়েছিল, সেখান থেকে উন্নতি করেছে। এখন পুরো সামর্থ্যের ৮০ ভাগ সে বোলিং করতে পারে। আশা করছি সে দ্বিতীয় টেস্টে হয়তো ফিরবে।’

এর আগে ফিল্যান্ডারকে প্রস্তুত করতে চারদিনের ম্যাচে খেলাবে ম্যানেজমেন্ট। সেখান থেকেই ফিরবেন দ্বিতীয় টেস্টে। এ প্রসঙ্গে মুসাজে আরও জানান, ‘এই মুহূর্তে সে নিজেকে পুরো দমে ফিরে পেতে কাজ করছে। তাই তাকে প্রথম টেস্টে নিয়ে বাড়তি কোনও ঝুঁকি নিতে চাই না।’     

এদিকে ক্রিস মরিসের চোটের যেই অবস্থা তাতে টি-টোয়েন্টি সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে তার। যদিও ওয়ানডেতে ফেরার কথা নাকচ করেননি প্রোটিয়া ম্যানেজার, ‘যদি সে ঝামেলা মুক্ত থাকতে পারে, তাহলে ওয়ানডে সিরিজে ফিরতে পারবে। তবে টি-টোয়েন্টি নিয়েই আমরা বেশি আশাবাদী।’