কুলদিপের হ্যাটট্রিকে ভারতের জয়

উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতেও জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বিরাট কোহলির দল।

কুলদিপের হ্যাটট্রিকে ভারতের জয়কলকাতার ইডেন গার্ডেনসে হওয়া এই ম্যাচটি রং পাল্টেছে বার বার। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ভারত এক পর্যায়ে ৩০০ রানের পুঁজি দেখছিল। যদিও তীব্র গরমে সেখানকার পরিস্থিতিতে হিমশিম খাচ্ছিল দুই দল। উপরের তিন ব্যাটসম্যানের মধ্যে দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি দেখা পাওয়ায় এক পর্যায়ে ৩ উইকেটে ১৮৫ স্কোর ছিল স্বাগতিকদের।

বিরাট কোহলি আরেকটি ওয়ানডে সেঞ্চুরির দিকেই ছিলেন। নার্ভাস নাইনটিসের শিকার হয়ে ৯২ রানে তাকে কোল্টার নিল বোল্ড করে ফেরালে ধীরে ধীরে রং পাল্টাতে থাকে ভারতের ইনিংস। কোহলির ১০৭ বলের ইনিংসে ছিল ৮টি চার। ওপেনার রাহানে অবশ্য ৫৫ রানে রানআউট হয়ে ফিরেছিলেন। এরপর আর সেভাবে ব্যাট হাতে দেয়াল দিতে পারেননি কোনও ব্যাটসম্যান। ভারত গুটিয়ে যায় ২৫২ রানেই।

অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নেন নাথান কোল্টার নিল ও কেন রিচার্ডসন।

খেলতে নেমে শুরুতেই ধস দেখে ফেলে অস্ট্রেলিয়া। ৯ রানে ফেরেন হিল্টন কার্টরাইট ও ডেভিড ওয়ার্নার। এরপর স্টিভেন স্মিথ ও ট্র্যাভিস হেড প্রতিরোধের দেয়াল দিয়েছিলেন। সেই দেয়ালও টেকেনি। হেডকে দলীয় ৮৫ রানে ফেরান যুবেন্দ্র চাহাল। হেড বিদায় নেন ৩৯ রানে। এরপর হিটার ম্যাক্সওয়েলও টিকতে পারেননি। দুটি ছয় মেরে সেই চাহালের বলেই স্টাম্পড হয়ে ফেরেন। যদিও স্মিথের হাফসেঞ্চুরিতে সম্ভাবনা দেখা যাচ্ছিল ভালোই। ৫৯ রানে পান্ডিয়া তাকেও বিদায় করে দিলে হারের শঙ্কাই ভর করে অসি শিবিরে। পরে অবশ্য শেষ দিকে আশার সলতে জ্বালিয়ে রেখেছিলেন মার্কাস স্টইনিস। ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ক্রিজে থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিল না শেষ দিকে। ৪৩.১ ওভারে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২০২ রানে।   

অবশ্য অসিদের ব্যাটিং লাইন আপ শেষ দিকে একাই ধসিয়ে দিয়েছেন কুলদিপ। তৃতীয় ভারতীয় হয়ে হ্যাটট্রিক করেছেন। স্পিনার হিসেবে প্রথমবারই এমন কীর্তি গড়লেন। তিনটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমারও। দুটি করে নেন পান্ডিয়া ও চাহাল।