রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতে সাকিবের আহ্বান (ভিডিও)

রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসতে সাকিবের আহ্বান (ভিডিও)রোহিঙ্গাদের মানবেতর জীবন-যাপন নিয়ে এই প্রথম বাংলাদেশের কোনও তারকা ক্রিকেটার উচ্চকণ্ঠ হলেন। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেই রোহিঙ্গা ক্যাম্প ঘুরতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তাদের মানবেতর জীবন যাপন দেখে তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে পেজে এক ভিডিও বার্তায় এভাবেই আহ্বান জানান সাকিব, ‘আমি  এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সাথে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরেও তাদের আরও অনেক সাহায্য প্রয়োজন।যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন। সাহায্য করার জন্য ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট মিয়ানমারের আরকান রাজ্যে পুলিশপোস্টে সহিংসতার পর শুরু সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রেখেছেন। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত চার লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা বলা হলেও স্থানীয় সূত্র মতে এই সংখ্যা আরও বেশি।

এর আগে গত বছরের ৯ অক্টোবরের পর থেকে মিয়ানমারের আরকান রাজ্যে একইভাবে হামলার ঘটনা ঘটে। এসময় প্রাণের ভয়ে পালিয়ে আসে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা। এরপর আন্তর্জাতিক মহল নানাভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমার সরকারের ওপর।

 

Rohingyas need Your Support: Shakib

(Please see English translation below) "#রোহিঙ্গা শরণার্থী, বিশেষ করে শিশুদের আপনার সাহায্য দরকার। এদের সাহায্যার্থে আসুন আমরা সবাই এগিয়ে আসি", Shakib Al Hasan ক্রিকেটার এবং ইউনিসেফ বাংলাদেশ-এর শুভেচ্ছাদূত। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করার জন্য ইউনিসেফ-এর ওয়েবসাইট https://unicefbangladesh.org -এ যান এবং ক্লিক করুন 'অনুদান দিন'। "#Rohingya refugees, especially children need your support. Please come forward and donate", Shakib Al Hasan, cricketer and UNICEF National Goodwill Ambassador. Please visit #UNICEF Bangladesh website www.unicef.org.bd and click 'Donate Now'.

Posted by UNICEF Bangladesh on Saturday, September 23, 2017