হকিতে বাংলাদেশি আম্পায়ারের কীর্তি

হকিতে বাংলাদেশি আম্পায়ারের কীর্তি

২০১৩ সালে মালয়েশিয়ার ইপোতে এশিয়া কাপ হকি দিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু সেলিম লাকির।  এরপর আর থেমে থাকেননি বাংলাদেশি এই আম্পায়ার। এখন পর্যন্ত ৩০টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। সর্বশেষ ঢাকার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করে ছিলেন আলোচনায়।  সেই বাংলাদেশি আম্পায়ারই গড়তে যাচ্ছেন ইতিহাস। 

আম্পায়ারিংয়ে এতদিন যার গণ্ডি ছিল এশিয়ার দেশগুলোতে। সেই বাংলাদেশি সেলিম লাকি এবার সুযোগ পাবেন ইউরোপে।  তার সেখানেও আম্পায়ারিং করার সুযোগ এসেছে।  বিশ্ব হকি ফেডারেশন থেকে বুধবার রাতে নতুন এক বার্তায় এমন সুখবর পেয়েছেন সেলিম লাকি। সেখানে গ্রেড আছে পাঁচটি।  নিচের ধাপে চার বছর কাটানোর পর বৃহস্পতিবার রাতে প্রমিজিং আম্পায়ার হিসেবে তার নতুন করে স্বীকৃতি মিলেছে।

এরপরেই আছে গ্রেড ওয়ান, ডেভলপমেন্ট প্যানেল ও এলিট প্যানেল। নতুন করে স্বীকৃতির পর এখন ইউরোপসহ বিশ্বের প্রথম সারির ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন ৩৪ বছর বয়সী সাবেক এই খেলোয়াড়।

ইউরোপে ম্যাচ পরিচালনার স্বীকৃতি পেয়ে সেলিম লাকি বলেছেন, ‘২০১২ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পাই। এখন নতুন স্বীকৃতি মেলার পর আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ বেশি পাবো।  এতদিন এশিয়া পর্যন্ত ছিলাম, এখন ইউরোপে ম্যাচ পরিচালনা করারও সুযোগ থাকবে।’

এর ফলে আগামী বছরই নতুন অ্যাসাইনমেন্ট পাওয়ার আশা এই আম্পায়ারের, ‘২০১৮ সালে বিশ্ব জুনিয়র বিশ্বকাপ কিংবা ইউরোপের আসরগুলোতে বাঁশি বাজানোর সুযোগ আসবে। তাই নিরপেক্ষ আম্পায়ার হিসেবে আরও ম্যাচ পরিচালানার সুযোগ পেতে পারি। বাংলাদেশ হকি দলের তো বিশ্বকাপের মতো আসরে কিংবা ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ কমই আসে। একেবারে নেই বললেই চলে। সেখানে আমি দেশের প্রতিনিধিত্ব করবো, ভাবতেই কেমন জানি লাগছে।’