দ্বিতীয় দিনেও বৃষ্টির সঙ্গে ছিল লঙ্কানদের দাপট

দ্বিতীয় দিন লঙ্কানদের হয়ে আক্রমণে ছিলেন দাশুন শানাকাকলকাতা টেস্টে দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে বৃষ্টি। আগের দিন ওভার হয়েছে মাত্র ১১.৫ ওভার। এদিনও খেলা হয়েছে মাত্র ২১ ওভার। তাতেও শ্রীলঙ্কান বোলিং তোপে ভারতীয় ব্যাটিং ছিল ছন্নছাড়া। দ্বিতীয় দিন ৭৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন ইডেন গার্ডেনসে শুরুর আঘাতটা হানেন দাসুন শানাকা। আগের দিন সুরঙ্গ লাকমল ৬ ওভারে কোনও রান না দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে আগেই খেলায় আধিপত্য বিস্তার করেন। আর দ্বিতীয় জ্বলে উঠেন মিডিয়াম পেসার শানাকা। তার মিডিয়াম পেসেই শিকার হন দুইজন।

দলীয় ৩০ রানে ফেরেন আজিঙ্কা রাহানে। ৪ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর রবিচন্দ্রন অশ্বিনও থিতু হতে পারেননি। করুনারত্নেকে ক্যাচ দিয়ে ফেরেন ভারতীয় এই অলরাউন্ডার।

বাকিরা ব্যর্থ হলেও ধৈর্য্য হারা হননি চেতেশ্বর পূজারা। আগের দিন নামা এই ব্যাটসম্যান খেলছেন ধীর-স্থির থেকে। ১০২ বলে অপরাজিত আছেন ৪৭ রানে। যাতে রয়েছে ৯টি চার। তার সঙ্গে ক্রিজে আছেন ঋদ্ধিমান সাহা (৬)।

বৃষ্টির তীব্রতা কিছু সময়ের জন্য কমে আসে দুপুরের পর। তবে সেটা স্থায়ী না হওয়ায় বাধ্য হয়েই ভারতীয় সময় দুপুর আড়াইটায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।