উইকেট নিয়ে মন্তব্যের পর ক্ষমা চাইলেন তামিম

মিরপুরের উইকেটকে জঘন্য বলেছিলেন তামিমবিপিএলে মিরপুরের উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবাল।  উইকেট তার কাছে মনে হয়েছিল ‘জঘন্য’। তামিমের এমন আচরণ অবশ্য মেনে নিতে পারেনি বিসিবি। সরাসরি কারণ দর্শাতে চিঠি পাঠানো হয়। আর  বৃহস্পতিবারই শৃঙ্খলা কমিটির কাছে দ্বারস্থ হয়ে এর জবাবে দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল।

তামিমের শব্দ চয়ন নিয়েই ছিল বিসিবির যত আপত্তি। ২ ডিসেম্বরের সেই ম্যাচ শেষে এমন মন্তব্যের পর শৃঙ্খলা কমিটির কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তামিম। শুনানির পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার আসলে আরও ভালো শব্দ প্রয়োগ করা উচিত ছিল। তারা আমার শব্দ প্রয়োগ নিয়েই আপত্তি জানিয়েছে। আমিও বিষয়টিতে তাদের সঙ্গে একমত হয়েছি। আসলে এ প্রসঙ্গে আমার ভিন্ন কোনও শব্দ প্রয়োগ করা উচিত ছিল, হয়ত ঠিকমতো সেটা পারিনি।’

উইকেটকে জঘন্য বলার পর তামিমকে কথা শুনতে হয়েছে কমিটির কাছে। কমিটি তাকে জানায়, ‘বিসিবি আমাদের অভিভাবক। আর এই ভেন্যু, উইকেট ও আউটফিল্ড সবই আমাদের সম্পদ। সে হিসেবে তারা আমাকে মনে করিয়ে দিয়েছে আমি একজন জাতীয় ক্রিকেটার। তাই ভবিষ্যতে এ নিয়ে সতর্ক থাকবো।’

ঢাকা পর্বের শেষ দিকে উইকেট নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছিলেন। হাই স্কোরিং ম্যাচ হওয়াতে উইকেট নিয়ে ছিল এমন মন্তব্যের ছড়াছড়ি। তামিম ছাড়া এ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন ব্রেন্ডন ম্যাককালাম ও মাশরাফি বিন মুর্তজা।

আজকে শুনানিতে অংশ নেবেন বলে টি-টেন লিগে খেলতে ফ্লাইটের সময় পেছান তামিম। আজ রাতেই দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হবেন দেশ সেরা এই ওপেনার।