গোপালগঞ্জে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা

চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী খেলা চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী খেলা নিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা। শুক্রবার মেলায় অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা, মোরগ লড়াই ও বেত লাফানো খেলার।

আধুনিক সভ্যতা আর কালের বিবর্তনে এখন আর এসব খেলা তেমন একটা দেখা যায় না। তাই এই খেলার গুরুত্ব উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার মেলায় বলেন, ‘লাঠি খেলাসহ বিভিন্ন গ্রাম্য খেলাকে আমাদের টিকিয়ে রাখতে হবে এবং আগামী প্রজন্মকে জানাতে হবে আমাদের ইতিহাস ঐতিহ্যকে। উন্নয়ন মেলা দেখতে এসে জনগণ যাতে আনন্দ পায় তার জন্য গ্রামীণ এসব খেলার আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা। এই পৃষ্ঠপোষকতা পেলে আমরা আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারবো।’