বেক্সিমকোকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ওয়ালটন



চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন ৬০ রানের বড় জয়ে মার্সেল সপ্তম টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন। উদয় হাকিমের অধিনায়কত্বে টানা দ্বিতীয় শিরোপার স্বাদ নিল দলটি।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চার নম্বর মাঠে শুক্রবার ওয়ালটনের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার জেতা সাহেল মিঁয়া। তিনি ৪০ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় খেলেন ৭৮ রানের ইনিংস। এছাড়া সাজ্জাদ হোসেন শাকিল ৪১*, রাহাতুল ইসলাম নাজেল ৩১ * ও আবদুল্লাহ আল মামুন খেলেছেন ২৫ রানের ইনিংস।  শেষ পর্যন্ত ওয়ালটন ২১৬ রান সংগ্রহ করে।

বেক্সিমকোর মহিবুল, ওসমান গনি ও সেলিম নেওয়াজ প্রত্যেকে একটি করে উইকেট নেন।

বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়ালটনের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বেক্সিমকোর ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে বেক্সিমকোর রানের চাকা। দলের পক্ষে সর্বোচ্চে রান করেছেন সাত নম্বরে নামা রসিব বনিক (৫৯)।

ওয়ালটনের পক্ষে জনি সর্বোচ্চ ১৮ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। এছাড়া অধিনায়ক উদয় হাকিম মামুন ও সাহেল প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

মোট ১৬ উইকেট ও দুইশ'র বেশি রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন জনি।  চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ১ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে ওয়ালটন গ্রুপ। আর রানার্স-আপ বেক্সিমকো পেয়েছে ৫০ হাজার টাকা।

এসিমস-এর আয়োজন ও ব্যবস্থাপনায় গত ৮ ডিসেম্বর শুরু হয়েছিল এই টুর্নামেন্ট।  ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেয়।  প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ওঠে কোয়ার্টার ফাইনালে। যেখান থেকে চারটি দল আসে সেমিফাইনালে। শুক্রবার দুই ফাইনালিস্টের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা নামল।