৮ বছর পর বার্সা ছাড়ছেন মাসচেরানো

হাভিয়ের মাসচেরানো। প্রায় ৮ বছর পর বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো। চাইনিজ সুপার লিগ দল হেবেই চায়না ফর্চুনে যোগ দিচ্ছেন ৩৩ বছর বয়সী তারকা।

অবশ্য তার দল ছাড়ার বিষয়টি বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল।  লিভারপুল থেকে ২০১০ সালে বার্সায় আসা মাসচেরানো এই সপ্তাহেই বার্সেলোনা ছেড়ে যাবেন। সেই লক্ষ্যে তাকে বুধবার আনু্ষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হবে।

দীর্ঘ দিনের ক্যারিয়ারে মাসচেরানো বার্সার হয়ে জিতেছেন ১৮টি শিরোপা।  তাতে রয়েছে চ্যাম্পিয়নস লিগের শিরোপাও।  এই সময়ে বার্সার হয়ে খেলেছেন ৩৩৪টি ম্যাচ।  তাতে গোলের দেখা পেয়েছেন একটি! এই সময়ে পাঁচ কোচের অধীনে খেলা হয়ে গেছে তার।  খেলেছেন-পেপ গার্দিওলা, তিতো ভিলানোভা, টাটা মার্টিনো, লুই এনরিকে ও এরনেস্তো ভালভারদের অধীনে।

এই মৌসুমে অবশ্য সেভাবে দেখা যায়নি তাকে।  খেলেছেন মাত্র ১২টি ম্যাচে।  বুধবারের পর বৃহস্পতিবার কোপা দেল রেতে ভক্তদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।