রাজদণ্ড পেলেন কোহলি

কোহলির হাতে গদা তুলে দিচ্ছেন গাভাস্কার ও গ্রায়েম পোলকটেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার স্বীকৃতি হিসেবে রাজদণ্ডের প্রতীক ‘গদা’ পাওয়ার অপেক্ষায় ছিল ভারত। অবশেষে শনিবার রাতে সেই গদা হস্তগত হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কাছে।

কাট অফ তারিখের (৩ এপ্রিল) আগে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকলে আইসিসি রাজদণ্ডের প্রতীক ‘গদা’ পুরস্কার হিসেবে দিয়ে থাকে। সঙ্গে থাকে আর্থিক পুরস্কার। যার পরিমাণ ১০ লক্ষ ডলার।

কেপটাউনে শনিবার টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসির পক্ষে কোহলির হাতে এই প্রতীক তুলে দেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও গ্রায়েম পোলক।

কোহলির হাতে রাজদণ্ডের প্রতীক ‘গদা’দ্বিতীয় বছরের মতো এই গদা পেলো ভারত। ২০১৬ সালেও দলটি টেস্টের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। তাই উচ্ছ্বাসটা ভিন্নভাবে প্রকাশ করলেন ভারতীয় অধিনায়ক, ‘রাজদণ্ডের প্রতীক হাতে পাওয়ার অনুভূতি অসাধারণ। টেস্টের মূল ফরম্যাটে আমাদের সাফল্যধারা এর মাধ্যমেই স্বীকৃতি লাভ করলো।’
টেস্ট র‌্যাংকিংয়ে ১২১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় দল। ১১৫ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা।