আজ বেঙ্গালুরুর মুখোমুখি আবাহনী

ঢাকায় অনুশীলনের মুহূর্তে আবাহনী। ছবি- সৌজন্যে। এএফসি কাপের ‘ই’ গ্রুপে আজ ভারতের বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময়ে রাত সাড়ে আটটায়।

গত সপ্তাহে ঘরের মাঠে প্রথম ম্যাচে আবাহনী ১-০ গোলে হেরেছিল মালদ্বীপের নিউ রেডিয়েন্টের কাছে। এবার প্রতিপক্ষের মাঠ থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে ফেরার লক্ষ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।

চলমান ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে ওঠা বেঙ্গালুরু এফসির  অন্যতম ভরসা ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনজন স্প্যানিশ এবং একজন করে অস্ট্রেলিয়া ও ভেনেজুয়েলার খেলোয়াড় নিয়ে দলটি যথেষ্ট শক্তিশালী।

তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, লড়াই করতে প্রত্যয়ী আবাহনীর কোচ সাইফুল বারী টিটু। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের সামনে সুযোগ আসবেই। দেখা যাক ফরোয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে পারে কিনা। বেঙ্গালুরু ছন্দে আছে, দলটি বেশ শক্তিশালী। তাদের বিপক্ষে লড়াই করে পয়েন্ট পেতে হবে। শুনলাম ১৭ মার্চ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের কারণে তারা পুরো শক্তির দল নিয়ে মাঠে নামবে না।  আমরা অবশ্য সর্বশক্তি দিয়েই খেলবো।’

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন, ‘গোলমুখ আগলে রেখে খেলতে পারলে সব সময়ই পয়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকে।  লক্ষ্য রাখতে হবে ডিফেন্স যেন কোনও ভুল না করে।’

আগের ম্যাচে লাল কার্ড দেখায় আজ খেলতে পারবেন না আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।  এএফসি কাপের গত আসরে ঢাকায় বেঙ্গালুরুকে ২-০ গোলে হারিয়েছিল আবাহনী। আজ সেই জয় অনুপ্রাণিত করার কথা আকাশি-হলুদ জার্সিধারীদের।