হারের দায় নিলেন মরিনহো

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।ম্যানচেস্টার ইউনাইটেডকে স্তব্ধ করে দিয়েছে সেভিয়া। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে শেষ ষোলোর লড়াইয়ে ইংলিশ জায়ান্টরা হেরেছে ২-১ ব্যবধানে। হারের পর পুরো দায়টাই নিজের ওপর নিয়েছেন ম্যানইউ কোচ হোসে মরিনহো।

অবশ্য পুরো দোষ নিজের কাঁধে নিলেও দায়ভার নিতে গিয়ে কিছুটা নাটকীয়তার আশ্রয় নিয়েছেন ম্যানইউ কোচ , ‘যখন দল জেতে তখন সবাই জেতে। কিন্তু দল হারলে তখন হারটা হয়ে দাঁড়ায় কোচের। সবখানে একই চিত্র। ইংল্যান্ড, স্পেন ও চীনেও।’  নিজের ত্রুটি ছিল বলেই মনে করেন মরিনহো, ‘হারটা আমারই, পরিষ্কারভাবে আমারই ভুল ছিল।’

প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়াতে সেভিয়াকে কৃতিত্ব দিয়েছেন ম্যানইউ কোচ। তার মতে, ‘এটাই ফুটবল, যখন সেভিয়া তাদের মাঠে গোলশূন্য ড্র করলো তখন জানতাম এটা ওদের জন্যে ভালো ফল ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘বল দখলে কিন্তু ওদের দারুণ নিয়ন্ত্রণ ছিল। তবে সেভিয়াতে আমরা বল দখলে এগিয়ে থাকলেও স্কোর করতে পারিনি।’

হারের পর সেভিয়াকে অভিনন্দন জানাতে ভোলেননি স্বঘোষিত স্পেশাল ওয়ান, ‘সেভিয়াকে অভিনন্দন। ওরা ভালোভাবেই ম্যাচটি জিতেছে, আমাদের চেয়ে ওরা বেশি স্কোর করেছে।