শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ

iঅঘোষিত সেমিফাইনালে খেই হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেপে ধরা বোলিংয়ে টসে হেরে খেলতে নেমে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

চোট কাটিয়ে খেলতে নেমেই উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে উঁচিয়ে মারতে গিয়ে তালুবন্দি হয়েছেন ওপেনার গুনাথিলাকা।

বল দিয়ে এরপর লঙ্কান ব্যাটসম্যানদের চেপে ধরে বাংলাদেশ। চতুর্থ ওভারে ডট বলের সংখ্যা বাড়াচ্ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাতে ধৈর্য্য হারা হয়ে তুলে মারতে গিয়েই ১১ রানে ক্যাচ দিয়ে ফেরেন কুসল মেন্ডিস। এরপর রানের প্রান্ত বদল করতে গিয়ে রান আউটের শিকার হয়ে ফিরে গেছেন উপুল থারাঙ্গা। নতুন নামা শানাকাকেও থিতু হতে দেননি মোস্তাফিজুর রহমান। মুশফিকের গ্লাভসবন্দি করে বিদায় দেন তাকে।  

যে জিতবে সেই খেলবে নিদাহাস ট্রফির ফাইনাল। তাই শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচকে বলা হচ্ছে অঘোষিত সেমিফাইনাল। উত্তেজনা পূর্ণ ম্যাচে টসে জিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

আবু হায়দার রনির জায়গায় ফিরেছেন সাকিব। আর শ্রীলঙ্কা দলে পরিবর্তন এসেছে দুটি। বাদ পড়েছেন সুরঙ্গ লাকমাল ও দুশমন্থ চামিরা। ঢুকেছেন ইসুরু উদানা ও আমিলা আপোনসো।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশিফকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: গুনাথিলাকা, মেন্ডিস, কুসল পেরেরা, উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, শানাকাম ধনঞ্জয়া, ইসুরু উদানা, আমিলা আপোনসো ও নুয়ান প্রদীপ।