ডাবল জেতার আশায় বার্তোমেউ

বার্সা সভাপতি বার্তোমেউচ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে জায়ান্ট বার্সেলোনা। সেই অতৃপ্তি ঘুচেছে কোপা দেল রের শিরোপা জিতে।  বাকি শুধু লা লিগার শিরোপা। তাহলেই ‘ডাবল’ জেতার স্বাদ পাবে স্প্যানিশ জায়ান্টরা-এমন অর্জন ঐতিহাসিক হবে বলে মনে করেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

কোপা দেল রের ফাইনাল জেতার পর বার্সা সভাপতি বলেন, ‘ডাবল জেতাটা হবে ঐতিহাসিক। কারণ আমরা খুব বেশি এমন নজির রাখিনি।’

ফাইনালে সেভিয়াকে একেবারে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। শনিবার প্রতিপক্ষকে হারিয়েছে ৫-০ গোলে। এরমধ্য দিয়ে স্প্যানিশ কাপে টানা চতুর্থ শিরোপা জিতল কাতালানরা। ২০১৬ ফাইনালের পুনরাবৃত্তি ছিল বার্সা-সেভিয়ার এই লড়াই। দুই বছর আগে শিরোপা নির্ধারণী লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট বার্সাকে রুখে দিয়েছিল সেভিয়া। কিন্তু এবার তারা ভেসে গেছে গোলবন্যায়। বার্সার এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের প্রশংসা করেছেন বার্তোমেউ, ‘আজকে যারা ম্যাচটি দেখেছে তারা উপভোগ করেছে। কারণ অনেক দিন ধরেই ছেলেদের এমন উঁচু মাত্রার পারফরম্যান্স আমরা দেখতে পাইনি।’

তাই এই উঁচুতে থেকে লা লিগার শিরোপা জিতলে সেটা হবে চমৎকার- এমনটি মনে করেন বার্সা সভাপতি, ‘লা লিগা জিততে পারলে বিষয়টা হবে চমৎকার। আশা করছি আমরা খুব শিগগিরই লা লিগা শিরোপা জিততে পারবো।’