বর্ষসেরা কোচ গার্দিওলা

১০০ পয়েন্ট অর্জনের পর গার্দিওলা।ইংলিশ মৌসুমে অনন্য নজির গড়েই শিরোপা জিতেছে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। শত পয়েন্ট অর্জনে সবাইকে ছাড়িয়েও গেছে। সেই পেপ গার্দিওলাকেই ইংলিশ লিগের বর্ষসেরা কোচ নির্বাচিত করেছে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন । 

গার্দিওলাকে বর্ষসেরা কোচ হিসেবে বেছে নিয়েছে লিগের কোচদের সংগঠন লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন।  শুধু প্রিমিয়ার লিগ শিরোপাই নয় ম্যানচেস্টার সিটি ওয়েম্বলিকে হারিয়ে জিতেছে লিগ কাপের শিরোপা।

প্রিমিয়ার লিগে শিরোপা জেতা গার্দিওলাকে টপকাতে হয়েছে আরও ৫ কোচকে। এরা হলেন- লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ, বার্নলির শন ডাইক, ওলভসের এসপিরিতো, কার্ডিফের ওয়ার্নক ও স্ট্যানলির কোলম্যানকে। 

প্রিমিয়ার লিগের শিরোপা জেতা গার্দিওলার দল ম্যানসিটি গোল করেছিল ১০৬টি। পুরো মৌসুমে তারা পয়েন্ট হারিয়েছে ১৪।  আর এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে ইংলিশ ফুটবলে ১০০ পয়েন্টের রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দল।