ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর পদত্যাগের ঘোষণা

বাঁয়ে জেমস সাদারল্যান্ড বল টেম্পারিং কাণ্ড নাড়িয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। পদত্যাগ করেছেন বেশ কয়েকজন। বোর্ড মেম্বার থেকে শুরু করে কোচও ছিলেন এই তালিকায়। এবার হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। টানা ১৭ বছর এই পদে থাকার পর তিনি সরে দাঁড়াচ্ছেন।

বোর্ডের এই কর্মকর্তা ছিলেন খুবই প্রভাবশালী। সম্প্রতি বাংলাদেশের সিরিজ বাতিল থেকে শুরু করে সব সময়েই বোর্ডের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে থাকতেন উচ্চকণ্ঠ। টেম্পারিং কাণ্ডের পর সেই দায়ে সরে দাঁড়াবেন না বলেও জানিয়েছিলেন। তাই এমন সরে দাঁড়ানো সেই টেম্পারিং সংশ্লিষ্ট কিনা- এমন গুঞ্জনের জবাবে তিনি জানিয়েছেন গত দুই বছর ধরে এ নিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ছিল তার। যার ফসল এক বছর পরেই পদ থেকে সরে দাঁড়ানো।  বল টেম্পারিং কাণ্ডে পদত্যাগের কোনও সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন সাদারল্যান্ড। তাই ১২ মাস সময় দিয়েই পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  

বিবৃতিতে তার অবস্থান পরিষ্কার করে বলেছেন, ‘২০ বছর ক্রিকেট অস্ট্রেলিয়ায় থাকার পর এমন ভাববার এটাই সঠিক সময়। গত ১২ মাসে আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন কলা কৌশলের ভিত রচনা করেছি। অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়ার বিষয়টিও ছিল।’

তার সময়েই আর্থিকভাবে লাভবান হওয়ার পথ খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট।বিগ ব্যাশ, দিবা-রাত্রির টেস্টসহ সম্প্রচার সত্ত্বে বোর্ডের ফায়দা বিষয়টি হয়েছে তার সময়েই। কিছুদিন আগে দেনা-পাওনা নিয়ে বোর্ডের ঝামেলার বিষয়টিও সমাধান করেছেন অভিজ্ঞ এই ক্রিকেট সংগঠক।