ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল

রাফায়েল নাদালফ্রেঞ্চ ওপেনটাকে প্রায় নিজেরই করে নিয়েছেন রাফায়েল নাদাল। প্যারিসের লাল দুর্গে সবচেয়ে বেশিবার শিরোপা জেতার রেকর্ড আছে তার। তাই শুরু থেকে টুর্নামেন্টে ফেভারিট ছিলেন। সেই রেকর্ডটা আরও উঁচুতে নিতে ফাইনালেও অনায়াসে পৌঁছে গেছেন। সেমিফাইনালে হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়েছেন কোনও বাধা ছাড়াই।

শেষ চারের লড়াইয়ে নাদাল জয় পেয়েছেন ৬-৪, ৬-১, ৬-২ গেমে। রেকর্ড ১১তম গ্র্যান্ড স্লাম জেতার লড়াইয়ে ফাইনালে তার প্রতিপক্ষ অস্ট্রিয়ার সপ্তম বাছাই ডোমিনিক থিয়েম।

ফ্রেঞ্চ ওপেন মানেই নাদালের আধিপত্য। এখন পর্যন্ত ৮৭ ম্যাচের বিপরীতে হারের স্বাদ নিয়েছেন মাত্র দুটি খেলায়। এমন দাপুটে পরিসংখ্যান যার সেই নাদালই দেল পোত্রোকে হারাতে সময় নিয়েছেন প্রায় দুই ঘণ্টা।

ফ্রেঞ্চ ওপেন জেতার দিক দিয়ে এগিয়ে থাকলেও ফাইনালে পৌঁছানোর দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন নাদাল। রজার ফেদেরারের পর ১১তম ফাইনাল খেলবেন।

ফাইনালে তার প্রতিপক্ষ এবারই প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছানো ২৪ বছর বয়সী থিয়েম। শুক্রবার অবাছাই চেখিনাতোকে হারিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল।