জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান রোনালদো

জুভেন্টাসের জার্সি হাতে রোনালদো

রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাসে যোগদান নিয়ে আলোচনা নতুন কিছু নয়। এমনকি শ্রমিক ধর্মঘটের মতো বিষয়টিও জড়িয়ে আছে এমন সিদ্ধান্তের পেছনে। বাকিরা যাই ভাবুন না কেনও পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো জানালেন তার নিজস্ব ভাবনার কথা। আনুষ্ঠানিকভাবে জুভেন্টাসে যোগ দিয়ে বলেছেন, ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে চান তিনি।

চারবার রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন রোনালদো। একবার ম্যানচেস্টার ইউনাইটেডে জিতে ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ শিরোপা মোট জেতা হয়েছে ৫বার!  উল্টো দিকে দীর্ঘ দুই দশক এই শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ইতালীয় জায়ান্ট জুভেন্টাসের। রোনালদোকে দলে ভিড়িয়ে সেই অসাধ্য সাধন করতে চায় জুভেন্টাস। ক্লাবটির নতুন তারকা রোনালদোও ভাবছেন তেমনটা, ‘শুধু চ্যাম্পিয়নস লিগ শিরোপাই নয়। আমরা সিরি আ’র শিরোপাও ঘরে তুলতে চাই। আমার মনে হয় জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে পারবো। গতবার ওরা ফাইনালে গিয়েও জিততে পারেনি। তাই মনে হচ্ছে এবার ক্লাবটির ভাগ্যবান তারকা আমি হতে পারবো। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

জুভেন্টাস সবশেষ ইউরোপের শীর্ষ টুর্নামেন্টের শিরোপা জিতেছে ১৯৯৬ সালে। সেই ক্লাবটিতে যোগ দেওয়া প্রসঙ্গে রোনালদো নিজের অনুভূতিতে বললেন, ‘আমি ভেবে চিন্তে ক্লাবটিতে এসেছি। ইতালির সেরা ক্লাব বলতে জুভেন্টাসকেই বোঝায়, যার কোচ অ্যালেগ্রি। তাই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন কিছু ছিল না।’

নিজের পরিকল্পনা নিয়ে রোনালদোর কথা, ‘আমি সব সময় বর্তমান নিয়ে ভাবতে পছন্দ করি। আমি এখনও তরুণ তাই চ্যালেঞ্জ পছন্দ করি। স্পোর্টিং থেকে ম্যানইউ, সেখান থেকে রিয়াল, এবার জুভেন্টাসে। আশা করছি সব কিছুই ভালো ভাবে যাবে। ভাগ্যবান হওয়াটা সহায়তা করে। তবে তার সুযোগেও থাকতে হয়।’