বাফুফেকে কমনওয়েলথ কর্মকর্তাদের আশ্বাস

বাফুফে ভবনে কমনওয়েলথ কর্মকর্তারা।কমনওয়েলথের হেড অব স্পোর্টস কর্মকর্তারা কয়েকদিন ধরেই ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন ফেডারেশন ও সংস্থার সঙ্গে সভা করে যাচ্ছেন। মূলত ক্রীড়ানীতিসহ দেশের ক্রীড়াঙ্গনকে কীভাবে এগিয়ে নেওয়া যায়- এ নিয়েই কর্মকর্তারা আলোচনা করে যাচ্ছেন।

বৃহস্পতিবার কমনওয়েলথের হেড অব স্পোর্টস ফর ডেভলপমেন্ট অ্যান্ড পিসের কর্মকর্তা অলিভার ডুডফিল্ড এসেছিলেন বাফুফেতে। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ একাধিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ফুটবলে টেকনিক্যাল ডেভলপমেন্টের জন্য সহযোগিতার আশ্বাস মিলেছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে জানান, ‘কমনওয়েলথ থেকে কীভাবে ফুটবল নিয়ে ডেভলপমেন্ট করা যায়, তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া তারা দেশের ক্রীড়ানীতিসহ আরও নানান দিক নিয়ে কথা বলেছে।’

এই সভাতে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ও সদস্য মাহফুজা আক্তার কিরনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।