নিষিদ্ধ হচ্ছেন গুনাথিলাকা

ম্যানেজমেন্ট তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ আনেন। নিষেধাজ্ঞার মৌসুম চলছে শ্রীলঙ্কার ক্রিকেটে! মৌসুমই বলা যায়, একের পর এক নিষেধাজ্ঞার শাস্তি শুনছেন ক্রিকেটারসহ কোচ। সম্প্রতি আইসিসি নিষিদ্ধ করেছে দিনেশ চান্ডিমাল ও চন্ডিকা হাথুরুসিংহেকে। অপর দিকে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও ছাড় দিচ্ছে না শৃঙ্খলা বিরোধীদের। আচরণ বিধি ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা।

প্রাথমিক তদন্তের পর এমন সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বর্তমানে তিনি শ্রীলঙ্কার হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন। তাই এই টেস্টের পরেই শাস্তি প্রযোজ্য হবে। অপরাধের মাত্রা হয়তো বেশিই ছিল তাই ম্যাচফি আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অর্থ পাবেন না গুনাথিলাকা।

এসএলসি অবশ্য তার কৃতকর্মের বিস্তারিত জানায়নি। তারা শুধু জানিয়েছে, ‘এসএলসি দানুশকা গুনাথিলাকাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ রয়েছে। তবে পুরো তদন্ত এখনও শেষ হয়নি।’

গত অক্টোবরেও ভারতের বিপক্ষে সিরিজ খেলার সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শেষ রাতে পার্টিতে মত্ত থেকে অনুশীলন সেশনকে তোয়াক্কা করেননি। এই অপরাধে একেবারে ৬ টেস্ট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। পরে এই শাস্তি কমে আসে তিন টেস্টে।     

জানুয়ারিতে মিরপুরে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও একই রূপে ছিলেন। আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙায় তার বিরুদ্ধে এক মাত্রার অভিযোগ আনেন আম্পায়াররা। তাতে মেলে ১ ডিমেরিট পয়েন্ট!