মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় চালকদের ট্রাফিক আইন মেনে না চলার এবং অসুস্থ প্রতিযোগিতার কথা উল্লেখ করেছেন রুবেল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে চালকদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ‘ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারো বাবা মার সন্তানকে, কারো আবার বাবা মাকে। মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে .. এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের ...।’
রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। দুর্ঘটনার পর থেকে ক্ষোভে ফুসছে পুরো বাংলাদেশ।